skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeলাইফস্টাইলWeekly horoscope: মীন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Weekly horoscope: মীন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Follow Us :

ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ,  ভুল বোঝাবুঝি মিটে  কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে নতুন সপ্তাহে (৪ঠা জুলাই থেকে ১০ই জুলাই) আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-

মীন রাশি (ফেব্রুয়ারি ২০- মার্চ ২০)

Pisces (February 20- March 20)

মীন রাশির জাতকদের সপ্তাহের শুরুটা বেশ ভালই হবে। বেশ কয়েকটি কাজে ছোটখাটো সাফল্য মন খুশি করে তুলবে। ধারদেনা থেকে নিষ্কৃতি পাবেন। তবে ভবিষ্যত নিয়ে একটা চিন্তা থাকবেই। এর প্রভাব পড়বে কাজে। চিন্তার ফলে কাজে মনসংযোগ হবে। ফলে মন খারাপ থাকবে।

কেমন হবে সপ্তাহের দিনগুলি-  সপ্তাহের শুরুটা ভাল হলেও সপ্তাহের শেষের দু’দিন সমস্যা থাকবে।

চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা বেশ শুভ। ব্যবসায় উন্নতি ও লাভ হবে এবং চাকরিতে লক্ষ্যপ্রাপ্তি হবে।

শিক্ষা- পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশ শুভ। পড়াশোনায় আনন্দ পাবে মীন রাশির জাতকরা এবং ফল হবে আশানুরূপ

স্বাস্থ্য-  স্বাস্থ্য মোটের ওপর ভালই থাকবে। তবে কোনও অজ্ঞাত কারণে চিন্তা বাড়তে পারে।

প্রেম– প্রেম ও সম্পর্কে জন্য সময়টা খুবই শুভ। প্রেমে নতুন সম্প্রর্কের জন্য খুবই ভাল সময়। বিবাহিতদের দাম্পত্য জীবন খুবই সুখের হবে।

কী করবেন- বাধা-বিপত্তি কাটাতে শিব ঠাকুরের আরাধনা করুন।

আরও পড়ুন:

সাপ্তাহিক রাশিফল মেষ

সাপ্তাহিক রাশিফল বৃষ

সাপ্তাহিক রাশিফল মিথুন

সাপ্তাহিক রাশিফল কর্কট

সাপ্তাহিক রাশিফল সিংহ

সাপ্তাহিক রাশিফল কন্যা

সাপ্তাহিক রাশিফল তুলা

সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক

সাপ্তাহিক রাশিফল ধনু

সাপ্তাহিক রাশিফল মকর

সাপ্তাহিক রাশিফল কুম্ভ

RELATED ARTICLES

Most Popular